কুয়াশাই ভীজে ছিলো চোখ দুটো,
ক্লান্তো হয়ে পড়েছিলো চোখের পাতা,
তবু চেয়েছিলাম, খুঁজেছিলাম সেই,
চেনা মানুষের চেহারাগুলো |
রোদে বৃষ্টিতে একই রকম কাটাচ্ছিলাম যখন দিনগুলো,
বাংলা ভাষার মধুরতর স্বরের ওই টান ভুলে,
নির্বাক শ্রোতা হয়ে ঠিক পড়ছিলাম যখন,
খুঁজে পেলাম শহর কলকাতাই আলোক দর্ষন |